সৌরভ ভট্টাচার্য
17 July 2016
তোমার গলার আওয়াজ শুনলে
আমার ফুটোফাটা দুঃখগুলোতে
চুণকাম পড়ে যায়
তুমি ফিরে তাকালে
আমার যত ব্যর্থ চেষ্টাগুলোর ঝোঁপে
প্রজাপতি ডানা মেলে পা ছড়িয়ে বসে
তোমার আদরের হাত আমার মাথায় রাখলে
আমার বরফ জমা দীর্ঘশ্বাসেরা
নদী হয়ে দশদিক প্লাবিত করে
তোমার কোলে মাথা রাখলে
বুকের দক্ষিণদিকের দরজা খুলে
সাত সমুদ্রের ঠাণ্ডা বাতাস নিয়ে আসে