Skip to main content
 
তুমি এলেই রাণী আবার অভিমান ভুলে রাজার পাশে রাজসিংহাসনে বসে।
তুমি এলেই গ্রামে থাকা দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঝোলা ভর্তি ভিক্ষা মেলে।
তুমি এলেই সব রাক্ষসীর প্রাণভোমরারা ঘুমিয়ে পড়ে।
তুমি এলেই সব রাজপুত্ররা যুদ্ধ জিতে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাড়ি ফেরে।
তুমি এলেই অন্ধ বাউলের গলায় নতুন গান খেলে।
তুমি এলেই সবাই আবার তারপরে সুখে বাস করে।
আমার সব গল্পের শেষে নটে গাছ মুড়িয়ে
গোলাপ ফোটে, রজনীগন্ধা জন্মায়
তুমি এলেই।

Category