Skip to main content

তোমার কি এই বসন্তেই আসার কথা ছিল?
আমার অপেক্ষার পালা এত তাড়াতাড়ি কি করে ফুরালো!
বসার ঘরে কিছু অতিথি আমার এখন
তুমি শোয়ার ঘরে একটু বসবে?
কিছু কাজও আছে আধখানা বাকি
তুমি বসবে ছাদে? ছাদের পাশের পলাশ গাছটায় এসেছে কুঁড়ি।
   আমার কিছু লোককে কথা দেওয়া আছে,
তাদের বাড়ি যেতেই হবে, হ্যাঁ গো যেতেই হবে
তুমি সামনের বাগানটায় বসবে? আমি চেয়ার দিতে বলি?
নতুন একটা ডালিয়া লাগিয়েছিলাম জানো,
বাঁচেনি,
তুমি ওই শুকনো গাছটার গায়ে একটু হাত রাখবে?

সত্যিই করে বলতো, তোমার এই বসন্তেই আসার কথা ছিল?
সত্যি সত্যি সত্যি?
তবে বসো, যেখানে ইচ্ছা,
আমি কাজগুলো নিশ্চিন্তে সেরে আসি

Category