সৌরভ ভট্টাচার্য 9 June 2021 তোমার সাবধানতা তোমার হৃদয় আগলে দাঁড়িয়ে থাকে অহর্নিশি কখনও হৃদয় ঘুমিয়ে পড়ে অসময়ে কখনও বা সে ছেলেমানুষী বায়নায় উত্যক্ত করে হিসেবী-বুদ্ধি প্রহরীকে তুমি অস্থির হও হবেই তো হৃদয়কে ধুলোকাদা মেখে বড় হতে দিতে দিলে না যে নিজের মত করে! Category কবিতা Log in or register to post comments5 views