সৌরভ ভট্টাচার্য
8 June 2018
তুমি অর্থ খুঁজলে
আমি খুঁজলাম অনুভব
তুমি মিথ্যা নিলে
আমি নিলাম সত্য
তুমি দোপাটি লাগালে
আমি লাগালাম গম
তুমি সমুদ্রে ঘুরতে গেলে
আমি বেড়াতে গেলাম জঙ্গলে
তুমি দীর্ঘশ্বাস ফেলে নদীকে বললে, এবার?
আমি উদাস হয়ে আকাশকে বললাম, ধুর
আমরা কেউ নেই
বাজার উঠে গেছে
এখানে ওখানে কয়েকটা শাকের পাতা
মাছের আঁশ, পাঁঠার রক্তের দাগ
মালা ছেঁড়া কয়েকটা গাঁদা পড়ে আছে