Skip to main content
 
তুমি আগুন নিয়ে বাঁচো
    আমি আগুন ছেড়েছি অনেক কাল
 
তুমি কথা নিয়ে বাঁচো
    আমি কথা ভাসিয়েছি বহুকাল
 
তুমি দাঁড়িয়ে সেখানে
    যেখানে কখনও আমিও ছিলাম দাঁড়িয়ে
 
আজ মেঘ জমা মন
    স্বপ্ন কুয়াশা বহুকাল গেছে হারিয়ে
 
তুমি ছুটন্ত এক তারা
   আমি আকাশ থেকে গড়িয়েছি বহুকাল
 
তুমি আমার মগ্নতা
   আমি তোমার হাসিতে দেখছি আজ সকাল

Category