Skip to main content

তুমি আছ বলে আমি গাইলে বড়ে গুলাম
তুমি আছ বলে আমার তুলিতে ভ্যান গঘ
তুমি আছ বলে আমার শিসেতে হরিপ্রসাদ

তুমি আছ বলে কাঞ্চনজঙ্ঘা চিলেকোঠায়
তুমি আছ বলে লাইটপোস্টে কুতুবমিনার
তুমি আছ বলে রেশন দোকান তাজমহল

তুমি আছ তাই দুহাত ছড়িয়ে 
চোরাবালিতে বেমালুম আছি ভেসে
ভালোবাসা তাই চিরহরিৎ বন, 
ঘরের দেওয়াল অসীম আকাশে মিশে

Category