Skip to main content

হরিদ্বারের ঘাট
ভূবনখ্যাত সন্ধ্যারতির মুহুর্ত!
চারিদিক লোক থিকথিক
চূড়ান্ত উন্মাদনা!
পবিত্র ধর্মীয় আবেগে পূর্ণ ভারতবাসী।


আমিও সামিল হলাম
একাত্ম হবার প্রাকমুহুর্তে ভেসে উঠল
একটা করুণ মুখ, সব মুখের আড়ালে,
সে বলল, "আমি এটা চাইনি জানো"
মুখ নত করে আলাদা গিয়ে বসলাম।
সেই চাহনিটাও আসল আমার সাথে।
বলল, "জানো আমি বলতে চেয়েছিলাম
দাঁড়াও মানুষের পাশে এই আবেগ নিয়ে,
দেখো চিত্তশুদ্ধ হবে।
বুঝবে যাকে খোঁজার বাইরে এত আয়োজন
তিনি কবে থেকে তোমার বুকের ঠাকুর ঘরে,
আলোটি জ্বালোনি শুধু এতদিন,
তাই দেখতে পাওনি!"


এ কথাগুলো বলে উদাসীন ভিড়ের দিকে চেয়ে থাকলেন,
আমার দিকে চেয়ে বললেন, "ওরা বুঝল না,
তবু ভীষণ ভালবাসি আমি এদের, আমার ভারত, আমার গর্ব"


দেখলাম ওঁর চোখে টলটল করছে জল
আর তাতে গঙ্গা আরতির শিখার প্রতিবিম্ব।


সাশ্রুনয়নে বললাম, "তুমিই ভারত, স্বামীজি।"

Category