Skip to main content

সেদিন রাতে তো মাঠ, রাস্তা, পুকুর,
  নারকেল, আম, অশ্বত্থ, কৃষ্ণচূড়া সব গাছগুলো
          জ্যোৎস্না হয়ে দাঁড়িয়েছিল

আমরাও জ্যোৎস্না হতাম হয় তো
  খোলা মাঠে এসে দাঁড়ালে
         নির্ভয়ে, নিঃসঙ্কোচে

তুমি বলেছিলে
   আমরা মাঠে এসে দাঁড়ালেই নাকি
       কালো মেঘ করবে
          আমরা হারাব
            এক লহমার আকস্মিক অন্ধকারে
                 চিরকালের মত

দাঁড়ানো হল না

এখন জ্যোৎস্নারাতগুলো এলে মনে হয় -
      হত হয় তো মেঘ
         হয় তো বা হতও না

কিন্তু বলো তো
সেদিনের সে আড়ালটুকুর অন্ধকার
     ছিল কি
  তোমার মেঘের চাইতেও গভীর?
     আমার দ্বিধার চাইতেও অনিশ্চিত?

Category