Skip to main content

বসন্ত সব গলিতে আসে না রে মেয়ে
  বর্ষা আসে যখন তখন, যেখানে সেখানে
দেখ, তোর হাতে পড়ছে জ্বলন্ত মোমবাতি চোঁয়া গরম মোম
তবু মোমবাতি তো নিভিয়ে ফেললে চলবে না!

এখন সন্ধ্যে। পথঘাট ডোবা হঠাৎ শ্রাবণ ফাল্গুনে। 
জ্বলন্ত উনুনে ইস্তিরি হল সারাটা দিন 
  এবার উনুন নেভার পালা
দেখ রে মেয়ে, উনুনের জ্বলন্ত কয়লারা বর্ষার জলে রাস্তায় 
                            ছস্‌! 
নিভতে চাইছে না
নিভতে চায় না কেউই

বসন্ত না আসুক। মায়াতে ঘেরা বুকের পাঁজর তোর
একটা একটা বসন্ত রেখেছে গুনে 
  সব উপেক্ষা হারিয়ে দিয়েছিস অন্ধকারে একলা দাঁড়িয়ে 
    নিজেই জ্বলে

অভাব আছে, মাথা তোলে না
অসুখ আছে, চোখ তোলে না
কোনোদিন কোনো অভিযোগ তোকে কাছে পায় না
  তুই আছিস, তাই সব আছে মেয়ে
বসন্ত কি শুধু পলাশে শিমূলে আদিখ্যেতা! 
    বসন্ত মানে কালবৈশাখীর প্রস্তুতি নেওয়া

Category