Skip to main content

তুমি কথা বলোনি
    মানে বলতে পারোনি হয় তো
তোমার তো অনেকরকম ব্যস্ততা

আমার ঘরের দরজা জানলা
   পাপোষ, বিছানায় বসে
      সেদিন থেকে
হিমশীতল গা
        কয়েকটা
            কালো বিড়াল

আমাদের কথা হলেই
     রোদ উঠবে
ওরা চলে যাবে

মহাবিশ্বের তুলনায়
    কত তুচ্ছ এ ঘটনাগুলো
না জানালেও হয়
   কয়েকটা নিহত মুহূর্তের শোক
        সে তো আমার একারই বলো
                কত তুচ্ছ
                 অথচ কি ভীষণ ভারী!

Category