sumanasya
30 August 2023
যেদিন সব গেল
নিজেকে মনে হল এক্কেবারে তুচ্ছাতিতুচ্ছ কিছু
সেদিন প্রথম তাকিয়ে দেখলাম চারদিকে
সংসারে তুচ্ছ জিনিসের তো অভাব নেই
অভাব বহুমূল্যের, দুর্মূল্যের
সেদিন থেকে নিশ্চিন্ত হলাম
আমার মত তুচ্ছাতিতুচ্ছর জন্য
বিধাতা তো সম্পদ দিয়েছেন ঢেলে
কেন যে এতদিন নিজেকে মনে হত দরিদ্র!
তুচ্ছ হতে পারি
দরিদ্র তো নই!
(ছবি Debasish Bose)