সৌরভ ভট্টাচার্য
6 June 2016
ধানের খোসা ছাড়িয়ে চাল পুঁতলে মাটিতে
গাছ হবে নাকি চালেই
খোসাটা অপ্রয়োজনীয় ভীষণ - অতিরিক্ত!
গাছ হল না।
রাগে ফেটে পড়লে ধূর্ত মাটির উপর
অকৃতজ্ঞ হল চাল
শুধু তুমি না,
এমন অনেক সামান্যকেই তুচ্ছ করে বহু মানুষ,
অপ্রয়োজনীয় ভেবে দেয় ফেলে আস্তাকুঁড়ে
সাথে একরাশ ঘৃণা
তারপর সারাটা জীবন বাঁচে
শূন্য রিক্ত ক্ষেতে একা
নিজের হাতে তৈরি বন্ধ্যা সংসারে
কারণ অহংকার গতি বোঝে
ছন্দ বোঝে না
তুমি অমৃত ভালবাসা চাও
অথচ পেলেও তা রাখবে কিসে?
জানো না-
"উঁচু ঢিবিতে জল জমে না"?