Skip to main content
 
যক্ষের মত আগলে রাখতে চাইছি
আয়ু, সুখ, ভালোবাসা
 
চাবিটা বন্ধ তালা থেকে
    এতটাই দূরে রাখছি
  যেন পৌঁছাতে পৌঁছাতে লাগে
       কয়েক আলোকবর্ষ
 
এত সুপরিকল্পিত আয়োজন বাঁচার আমার!
 
তবু সূর্যোদয়কে ছুঁয়ে বলতে পারলাম না
   এই তো আমি আছি
 
ভয়, বড্ড ভয়
   অথচ জানি আমি, 
      সূর্যাস্তকে ডেকে বলার ছিল -
         চাবিটা মনে হলেই নিয়ে যেও
            আমি ফিরিয়ে দিতে পারলেই বাঁচি
 
যেটা বলতে পারলেই
     আমার সমুদ্রস্নান সার্থক হত
              তীর্থযাত্রীর মত

Category