Skip to main content
তৃষাগ্নি

খুব জ্বর তোমার
  পুড়ে যাচ্ছে শরীর ভিতর তল
থার্মোমিটারে পারা উঠছে না দেখো
  পায়ে পায়ে ঘনিয়েছে রসাতল

তবু কি হাঁটবে?
   তবু থামবে না জানি
তারা খসাতেই সার্থকতার খোঁজ
        পথ টানছে নাবাল ভূমি

ভোর এসেছিল, ফিরে গেছে ডেকে
  অভিযোগ সব হয়ে গেছে ফিকে
সারা মুখে রঙ, কি যে সঙ সেজে
  আবার ফিরছ বাজার খুঁজে

রাতের আঁধার চাঁদকে ছোঁয় কি?
    প্রেমকে ছোঁয় না শাপ
নিজের আগুনে নিজেই পুড়ছো
  ছিদ্র কলসীতে চাও সাগরের পরিমাপ

(ছবিঃ সুমন)

Category