সৌরভ ভট্টাচার্য
13 October 2014
আমি সকাল বেলায় রেশান লাইনে
তোর জন্য
আমি লোকাল ট্রেনের হাতলে বাঁচছি
তোর জন্য
আমি বসের গালাগালি আর শুকনো রুটি গিলি
তোর জন্য
আমি সন্ধ্যেবেলায় চোখ বুজি ভিড়ে
তোর জন্য
আমি রাতের বেলায় একফালি খাটে
তোর জন্য
তোর জন্য ফুসফুসে বায়ু
তোর জন্যে হাত পা নাড়া
তোর জন্য চারিদিক চাই
তোর জন্য বেড়াই পাড়া
তোর জন্য খিল দিই দোরে
তোর জন্য গড়ের মাঠে
তোর জন্য আধপেটা খেয়ে
তোর জন্য ফুর্তি ছোটে
তোর জন্য মদের গ্লাসে
তোর জন্য মন্দিরেতে
তোর জন্য স্বপ্নাবেশে
তোর জন্য জেগে রাতে
তোর জন্য হিমেল হাওয়া
তোর জন্য বর্ষা মাখা
তোর জন্য ধুলো গায়ে
তোর জন্য হাতের পাখা
তোর জন্য সব বেচেছি
তোর জন্য বাজারেতে
তোর জন্য চিতায় উঠে
তোর জন্য জরায়ুতে।