Skip to main content


কোন রক্তের ঘনত্ব বেশী
কোন প্রাণেতে আনুগত্য
কোন কোন দেহ প্রাণহীন হলে 
তোমরা তাকে শহীদ বলো 
    তোমরা জানো

কখন মাইকে গলা চড়ে
ভোকালকর্ড শীতঘুমে যায়
কখন কাকে তুচ্ছ করে
হঠাৎ ভীষণ উৎসব পায়
    তোমরা জানো

আমরা সশঙ্ক প্রহর গুনি
মস্তিষ্কে ভয়ের পায়চারি শুনি
একটা মৃত্যুরও দায় বর্তাবে
লক্ষ্যকোটির নীরবতায় 
সঙ্কট আজ শিয়রে দাঁড়িয়ে
  তবু কিসের অপেক্ষা যে- 
    তোমরাই জানো

Category