সৌরভ ভট্টাচার্য
21 July 2018
কোন রক্তের ঘনত্ব বেশী
কোন প্রাণেতে আনুগত্য
কোন কোন দেহ প্রাণহীন হলে
তোমরা তাকে শহীদ বলো
তোমরা জানো
কখন মাইকে গলা চড়ে
ভোকালকর্ড শীতঘুমে যায়
কখন কাকে তুচ্ছ করে
হঠাৎ ভীষণ উৎসব পায়
তোমরা জানো
আমরা সশঙ্ক প্রহর গুনি
মস্তিষ্কে ভয়ের পায়চারি শুনি
একটা মৃত্যুরও দায় বর্তাবে
লক্ষ্যকোটির নীরবতায়
সঙ্কট আজ শিয়রে দাঁড়িয়ে
তবু কিসের অপেক্ষা যে-
তোমরাই জানো