সৌরভ ভট্টাচার্য
4 January 2015
শিষ্য দাঁড়ালেন গুরুর সামনে
অহংকারে পূর্ণ হৃদয় তার
গুরু নামালেন চোখ
শিষ্য হলেন গর্বিত
স্বয়ং গুরু ফেরান নিজ দৃষ্টিপাত!
দিন গেল, ঘাত প্রতিঘাতে
টুটল কিছু আগল
শিষ্য প্রাণে সংশয় ঝড়
এত কিছু হারায় মানুষ
এক পলকেই?
কিসের তবে এ সংসার!
এলেন গুরুদ্বার
সংশয়ে প্রাণ ভীষণ জ্বালা
গুরু নয়নে রাখেন নিজ দৃষ্টি
একি! গুরুর নয়নে সংশয়!
হা ঈশ্বর কোথাও কি নেই
শান্তি করুণা বৃষ্টি?
দিন গেল, শিষ্য স্বেচ্ছা নির্বাসনে
বহুকাল গেল, চিত্ত নির্মল হল সত্যে
ফিরলেন গুরু সকাশে
গুরুর নয়নে জলের ধারা শিষ্যের মুখে চেয়ে
শিষ্য পড়েন চরণধরি
প্রভু, তোমার কৃপার গতি আমি কি বুঝতে পারি
আজ বুঝেছি, রাখো রাখো দাসে,
দাও পদে স্থান, অহং-এর সাথে আর যে ফিরতে নারি।