আরেকবার যদি ঘুরে দাঁড়াই
আরেকবার যদি বলি,
আবার প্রথম থেকে শুরু করি
আরেকবার যদি মাটি ছুঁয়ে
পৃথিবীকে বলি,
আমার ঋণের শেষ নেই
আরেকবার যদি বলি,
যা আছে তা যথেষ্ট
"তুচ্ছ বলে যা চাইনি
তাই মোরে দাও"
তবুও যেন সবটা বলা হয় না
এত কৃতজ্ঞতা, এত ঋণ জানানোর আছে
আরো হাজারবার ফিরে এলেও বলা শেষ হবে না
তবু সমস্ত কিছুর পরে
যখন তোমার সামনে দাঁড়াই
আমার প্রাণ নিংড়ানো ভালোবাসায়
তোমার মঙ্গল চাই, সুরক্ষা চাই
অসহায়ের মত নিজের দীনতার দিকে তাকাই
আমি ঈশ্বরকে স্বীকার করি সেই মুহূর্তে
শুধু তোমার জন্যে
"ঈশ্বর তোমার মঙ্গল করুন,
তোমায় নিরাপদে রাখুন"
শুধু এইটুকু উচ্চারণ করব বলে
আমি আভূমি নত হই
আমার বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে
শুধু তোমার জন্য
এ সমস্ত অনুভব তখনই সম্ভব
যখন তুমি ফায়ারিং স্কোয়াড থেকে ফিরে আসো
তোমায় এইবারের জন্য ক্ষমা করা হয়েছে বলে