সৌরভ ভট্টাচার্য 24 July 2015 তোমায় ছোঁব বলে অনেকটা পথ এলাম। 'উদভ্রান্ত' বললে কেউ সচকিতে ভাবি, 'তবে কি হারিয়ে গেলাম'? হয় নি তা - এখন বুঝি, আমি ছোঁয়ার বহু জন্ম আগে তোমার ছোঁয়া ছুঁয়ে গেছে আমায়! Category কবিতা Log in or register to post comments2 views