Skip to main content

তোমায় ভালোবাসতে হবে বলে
   টাইমটেবিল দেখে রুদ্ধশ্বাসে সাইকেল চালিয়ে
        ঘেমেনেয়ে স্টেশানে গেলাম

তোমায় ভালোবাসতে হবে বলে
   একটা হাতলে জীবন বাজি রেখে
      একটা পা ট্রেনের ভিতর
        বাকি শরীরটা পোস্ট বাঁচিয়ে ঝুলে এলাম

তোমায় ভালোবাসব বলে
  টিটিকে এড়িয়ে, জেল এড়িয়ে
     পাবলিক টয়লেটের ফাটা দেওয়াল টপকালাম

তোমার ভালোবাসা চেয়ে
টিফিন বাঁচিয়ে দুটো বাদামের প্যাকেট কিনলাম

  তুমি এলে।
    তোমায় ভালোবাসব বলে গভীর তাকালাম
    তোমায় ভালোবাসব বলে হাত ধরলাম
                      চুমুও খেলাম

    ফেরার ট্রেনে ঝুলতে ঝুলতে
       কি বলা হল না
         কি বলা হল না
     মনের মধ্যে হকারি করলাম

   তোমায় ভালোবাসব বলে
     আবার আসব কথা দিলাম

   তোমায় ভালোবাসব বলে
     মাথার কাছে স্মার্টফোনটা অন রাখলাম

Category