সৌরভ ভট্টাচার্য
8 August 2021
ধরো ঘটেই গেল পরজন্ম
সময় এসে দাঁড়ালো ফর্দ হাতে
বলল, এবারে কে?
আমি আবার চাইব তোমায়!
সে যদি বলে, আবার কেন?
এত গোলমাল, এত ভুলচুক
জানো না যেন!
আমি বলব
সব ভুলে গেছি,
শুধু এইটুকু জানি
সব মিটে গেলে
স্বস্তিটুকুতে যে স্বস্তি
সে-ই সে প্রাণের
স্বস্তিটুকু সে আমার