সৌরভ ভট্টাচার্য
28 March 2021
তোমাতে আমাতে কবে আবির খেলা হল?
কবে আর রঙ গোলা হল একসঙ্গে?
দোলের পূর্ণিমায়
নিঃসঙ্গতায়
তুমি, আমি
আর ওই বাড়াবাড়ি রকমের চাঁদ
তবু যেন অভাব নেই
সেদিনও ছিল না
আজও নেই
কিছু রঙ তো বর্ণহীন
বসন্তের হাওয়ায়
নাম না জানা ফুলের সৌরভে
তারা রাঙিয়ে যায়নি
বলো?
তুমি জানো
আমি জানি
আর জানে ওই বেহায়া চাঁদ