সৌরভ ভট্টাচার্য
15 May 2018
ঝড়ে সব ক'টা রজনীগন্ধা ক্ষেতে শুয়ে পড়ল
এমনই প্রচণ্ড ঝড় হল
পরেরদিন, যেই না সুয্যি উঠে ফুটফুটে সকাল হল
তারা সব্বাই ধুলো-জল ঝেড়ে
হুররে করে, সোজা হয়ে উঠে দাঁড়ালো
তোমার দোকানে সাজানো রজনীগন্ধাদের দেখলাম
ঝড়ের গুঁতোয় ড্রেনের ধারে লুটিয়ে
কি করবে বলো?
মালিক যে ভয়ে নিরাপদ স্থানে সেঁধিয়ে
তোমার শহরেও ভোর হল। দেখি -
কাদামাখা সব রজনীগন্ধাদের
টান মেরে, ডাস্টবিনে নিয়ে গেল।