সৌরভ ভট্টাচার্য
29 November 2015
দিনরাত সব পুড়ছে
ছাদেতে না ঘুমানো রাত
আকাশে তারারা প্রতিবেশী
তুমি উদাসী উন্মুখ
আমার উদাস আত্মসুখ
বাইরে ঘন বর্ষা
অনালোক ঘরবার
আমার হাত-বালিশের উপর
তোমার ঘুমন্ত মুখ
আমার অতল আত্মসুখ
বাইরে শীতের হাওয়া
নরম সোহাগ রোদ
আলসে চলাফেরায়
তোমার আনমনা চোখমুখ
আমার উষ্ণ আত্মসুখ
উদাস দখিন হাওয়া
ঝরাপাতারা এলোমেলো
তোমার শরীরের সব খাঁজে
সুপ্ত কুঁড়ির মুখ
আমার মরণ আত্মসুখ
(ছবিঃ সুমন)