Skip to main content
তোমার সাথে বারোমাস


দিনরাত সব পুড়ছে
ছাদেতে না ঘুমানো রাত
আকাশে তারারা প্রতিবেশী
       তুমি উদাসী উন্মুখ
আমার উদাস আত্মসুখ

বাইরে ঘন বর্ষা
অনালোক ঘরবার
আমার হাত-বালিশের উপর
       তোমার ঘুমন্ত মুখ
আমার অতল আত্মসুখ

বাইরে শীতের হাওয়া
নরম সোহাগ রোদ
আলসে চলাফেরায়
     তোমার আনমনা চোখমুখ
আমার উষ্ণ আত্মসুখ

উদাস দখিন হাওয়া
ঝরাপাতারা এলোমেলো 
তোমার শরীরের সব খাঁজে
                সুপ্ত কুঁড়ির মুখ
আমার মরণ আত্মসুখ

(ছবিঃ সুমন)

Category