সৌরভ ভট্টাচার্য
8 June 2018
তোমার পাশে বসে থাকার একটা যন্ত্রণা আছে
বিন্দু বিন্দু সময়
যেন ঘামের মত কপালে জমে
মিলিয়ে যাচ্ছে
তোমার চোখে চোখ রাখার একটা যন্ত্রণা আছে
মিলিয়ে যাওয়া সময় নিরুদ্দেশ
যেন কোথাও
ঘন মেঘ হয়ে মুষলধারে ঝরে পড়ছে
তোমার স্পর্শের একটা গভীর যন্ত্রণা আছে
বৃষ্টি শেষের ভিজে হাওয়ায়
নিঃসঙ্গ সন্ধ্যতারা যেন নির্নিমেষ তাকিয়ে আছে