সৌরভ ভট্টাচার্য
18 March 2016
দেখেছি চামচের জল অল্পেতেই কাঁপে, পড়ো পড়ো হয়।
ঘড়ার জল কাঁপাতে আরেকটু জোর লাগে,
ছলকে ওঠাতে তারও চেয়ে বেশি জোর লাগে।
দীঘির জল?
তাতে কাঁপন ধরাতে লাগে মাতাল বাতাস
আর ছলকে ওঠাতে লাগে একটা পুরোদস্তুর ভূমিকম্প।
এটা যেদিন থেকে বুঝেছি
সেদিন থেকে তোমার চোখের দিব্যি
সব তর্ক ছেড়েছি
আছি অপেক্ষায়
এক দমকা মাতাল সমীরণের
না তো, টাল খাওয়ানো ভূমিকম্পের