Skip to main content

তোমার কণ্ঠস্বরে একটা খোলা মাঠ আছে
আমি মাঝখানে দাঁড়িয়ে গভীর শ্বাস নিয়ে বলি, আঃ!
তোমার কণ্ঠস্বরে একটা শীতল দীঘি আছে
আমি চোখেমুখে জল ছিটিয়ে বলি, শান্তি!
তোমার কণ্ঠস্বরে একটা তারাভরা অমাবস্যা আছে
আমি চোখ বন্ধ করে দু'হাত ছড়িয়ে ভাসতে ভাসতে বলি, এলাম।
তোমার কণ্ঠস্বরে বিষণ্ণ দুপুরে 
চিলের ডানার বাতাসকাটা শব্দ আছে
আমি সারা গায়ে মাখতে মাখতে, ডুবতে ডুবতে বলি, এই তো!
তোমার কণ্ঠস্বরে আমার বুকের কোনো তার জড়িয়ে আছে
তুমি বেজে উঠলে আমি বলে উঠি, আমিই তো!

Category