Skip to main content

রাজ্যসভা লোকসভা তোলপাড়
তোলপাড় আলোচক বুদ্ধিজীবী মহল
সেই ভয়াবহ ডিসেম্বরের রাত
আতঙ্ক আক্রোশ ঘিরে আইনি টহল

মাথা ঘিলু চটকাচ্ছে বিবেক বিচার
কত বয়সের অপরাধে দাগী অপরাধী হয়?

আমি ভাবি -
বলো দেখি, কতটা উদাসীন হলে সমাজ
এ ঘৃণ্য প্রবৃত্তিরও কিশোর মস্তিস্কে জন্ম হয়?


আরো আরো কত অপরাধ জন্মাবে 
   আরো কত অবহেলা, তুচ্ছতার অন্ধকারে
সুবিধাবাদী নীতির রক্ষক সব
   অসাম্য ঘৃণারই চাষ করে

Category