Skip to main content

শব্দরা ধূসর হয় কখন বলো তো?

মাথা না তুলে হেঁটে চলে যায় শব্দের মিছিল -

          কখন?

 

প্রচ্ছন্ন থাকার অভ্যাসে

   আরাম পেতে শুরু করেছ যখন

           তখন