সৌরভ ভট্টাচার্য
25 May 2015
হাতের থেকে পিছলে পিছলে যাচ্ছে সময়
খাদের গা ঘেঁষে ঘেঁষে হেঁচড়ে হেঁচড়ে উঠছি-
উঠছি কি?
জানি না তো।
এগোচ্ছি কোনো দিক না জেনেই,
কম্পাস জবাব দিয়েছে,
বাঁ-ডান গেছে গুলিয়ে।
চিন্তার ভাগাড়ে জমে আছে ফেলে আসা সময়ের জীবাশ্ম
মাঝে মাঝে খুঁড়ে খুঁড়ে তুলছি তাদের
কঙ্কালময় শরীরে কোথায় প্রাণের স্পন্দন?
অন্ধকার! অন্ধকার!
বন্ধু শত্রু মুখোশে একাকার!
তবু প্রাণ তুমি বয়ে চলো
তবু বয়ে চলো-
তবু- তবু- তবু-
এই একটি শব্দ ভাঁড়ারে আমার
বাকি সব শব্দ মৃত নির্বিকার।
তবু বাঁচো,
তবু ভালোবাসো,
তবু আশা রাখো।