সৌরভ ভট্টাচার্য
25 February 2015
তোমায় দেখে বুঝেছিলাম
বিধাতা কাউকে নিজের হাতে সাজান
তোমার চোখের ওপর চোখ রেখে বুঝলাম
চোরাবালি শুধু পায়ের তলায় না
বুকের তলায়ও আছে
তোমার দেহ আমায় বিহ্বল করেছে
কামনায় না
আমার দেখার সীমারেখায়
আলোতে, সময়ে
যেন আজন্ম তৃষ্ণার্ত, নদী তীরে বন্দী
তোমাতে মুগ্ধ আমি
রূপেতে না
তোমাকে চেনার মাধুর্যে
তোমাকে জানার আনন্দে
তবু কি নিষ্ঠুর তুমি
দূরত্ব রাখো
মেঘের সাথে আকাশের মত