Skip to main content
তুমি সারা মহাকাশ তোমার করে পেতেই পারো,
পেতেই পারো পৃথিবীর অন্তিম ধূলিকণার উপর আধিপত্য।
তবু তুমি ব্যর্থ,
যদি না পেলে এক ফালি হৃদয়ে একটুকরো বাসা।

তোমার বাগানে পারিজাত ফোটাতেই পারো,
পেয়ালা ভরে রাখতেই পারো স্বর্গীয় সুধায়।
তবু তুমি ব্যর্থ,
যদি না পেলে ঘুমের মধ্যে এক পশলা বৃষ্টি আর একটুখানি সোঁদা মাটির গন্ধ।

তুমি পৃথিবীর সব তথ্য সব রহস্য জানতেই পারো,
এক টুকরো নুড়িকে বানাতেই পারো হীরে।
তবু তুমি ব্যর্থ,
যদি না জানো তোমায় আঁকড়ে ধরা শিশুটার হাতে একটা আরামের চুমু দিতে।

Category