সৌরভ ভট্টাচার্য
1 March 2015
তবু বিশ্বাস করি
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
তবু বিশ্বাস করি
মানুষের উপর বিশ্বাস হারানো পাপ
তবু বিশ্বাস করি
নিজের বিশ্বাসের জন্য প্রাণ দেওয়া যায়
প্রাণ নেওয়া যায় না
তবু বিশ্বাস করি
মানুষের ধর্ম বইতে নেই, মানুষের ধর্ম প্রেমে
(কথাগুলো পর্য্যায়ক্রমে - চন্ডীদাস, রবীন্দ্রনাথ, গান্ধী ও কবীরের। শব্দের এদিক ওদিক আছে, ভাবের নয়)