Skip to main content
কত রঙ চোখে লেগে
কত কান্না বুকে জেগে
মুখ থুবড়ে মাটিতে পড়ে
সারা গায়ে কাদা লেপে
 
 
তবু আছি তোমার পাশে-
জীবন।