Skip to main content
পাওয়ার হিসাব মেলে নি কোনোদিন,
তবু করতে হয়, অভ্যেস।
তুলনা করে শান্তি পাই নি কোনোদিন,
তবু করতে হয়, অভ্যেস।
মিথ্যা বলে শেষরক্ষা হয় নি কোনদিন,
তবু বলতে হয়, অভ্যেস।
 
নিজের কিছু দিতে পারলে হাল্কা লাগে জানি,
তবু পারিনি কোনোদিন, জড়তা।
যা আছে তাই মেনে নিলে শান্তি মেলে জানি,
তবু পারিনি কোনদিন, লোভ।
সোজা কথা সহজভাবে বললে মেটে গোল, জানি,
তবু পারিনি কোনদিন, ভয়।
 
 
 
 
 
 
 
 

Category