সৌরভ ভট্টাচার্য
15 April 2016
কেউ ফেরেনি
কেউ ছুটে যায়নি অবাধ্য হয়ে
ধুলো থেকে গ্রহপুঞ্জ
প্রতিটা ফুল স্ববৃন্তে - সার্থক
শুধু আমি রইলাম অবাধ্য হয়ে
অসন্তোষে, অভিযোগে
যা কিছু ছুঁই, যেদিকে যাই
সব কিছুই যেন- অকারণ অনর্থক
জানি সইবে না এ অহংকার
যা কিছু আছে সব কেড়ে নেবে
এ প্রগলভতা আর কিছু নয়
তোমার নিন্দার ছদ্মবেশে প্রভু
চরম আত্ম-ধিক্কার
তোমার আশিষ শিরে ধরি
ভক্তিতে শান্ত সন্তুষ্ট হৃদি-সরোবর
তা যদি না হল নাথ
তবে থাক, ফিরে নাও এ গৌরব বেশ
ধুলায় মিশুক উদ্ধত আমিত্ব - স্বর