Skip to main content

ভয়ের জিনিসকে যত সহজে বিশ্বাস হয়, অভয়কে তত সহজে বিশ্বাস হয় কই? তুলসীদাসজী বলছেন, অমৃত সারা জীবন কানেই শুনে এলাম, চোখে পড়ল শুধু বিষ।
 
এ অভিজ্ঞতা কার জীবনে না নেই। তবু নিজের সামনে যখন দাঁড়াই, প্রশ্ন করি তোমার এ সংসারে চলার পুঁজি কি? মন বলে, কিছু ভাল কাজ করার ইচ্ছা। হ্যাঁ, এইটাই আজ থেকে কাল, কাল থেকে পরশু হাত ধরে নিয়ে চলেছে।
 
আমি ভগবানকে খুঁজেছি, মন্ত্র বানিয়েছি, জীবন মৃত্যু, সুখ দুঃখ, পাওয়া না-পাওয়া ইত্যাদির নিজের মত করে একটা ব্যাখা খুঁজে নিয়েছি। সে ব্যাখাগুলোকে রাত দিন আপ্রাণ নিশ্ছিদ্র করার 
চেষ্টা করছি, কেন? বাঁচাটাকে আরেকটু সহজ করে নেওয়ার জন্য, এই তো!
 
আমার মনে হয় জীবনে সবচেয়ে ভাল কাজ, পবিত্র কাজ বোধহয়, বাঁচতে চাওয়ার ইচ্ছা নিজের মধ্যে জাগিয়ে রাখা, আর অন্যের মধ্যেও জাগিয়ে তোলার চেষ্টা। 
 
তাই আমার ধর্ম, যা বাঁচতে বাঁচাতে অনুপ্রাণিত করে। তিনিই আমার ঈশ্বর যাঁর মুখের দিকে অতি দুঃসহ রাত্রিতে তাকালেও পরের দিনের সূর্য্যোদয় দেখতে ইচ্ছা করে। সেই আমার সর্ব শ্রেষ্ঠ বন্ধু যার পাশে সব হারিয়ে এসেও নিজেকে পৃথিবীর সব চেয়ে সুখী, ধনী মানুষ বলে অনুভব হয়। 
ব্যস আর কি চাই?