Skip to main content

(যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, বা কারোর দ্বারা উত্তেজিত হন না, তিনিই আমার প্রিয় ভক্ত - গীতা)
আমার জন্মসূত্রে প্রাপ্ত ভারতবর্ষ
আমার বোধ-মন্থনজাত ভারতবর্ষ
আমার তিনটে বুলেটে স্তব্ধ ভারতবর্ষ
 
আমার জালিয়ানওয়ালাবাগ নিংড়ানো ভারতবর্ষ
আমার বিভাজনের আঁচড় যন্ত্রণা ভারতবর্ষ
আমার রক্তাক্ত দাঙ্গা কবলিত ভারতবর্ষ
 
৩০শে জানুয়ারি
 
সূর্যাস্তের রঙে শপথ নেওয়া ভারতবর্ষ
সে অসম্পূর্ণ প্রার্থনা পূর্ণের অঙ্গীকারী ভারতবর্ষ
হিংসা নয়, ঘৃণা নয়, উদ্বেগ নয়
    আমার স্থির শান্ত আত্মসমাহিত ভারতবর্ষ
 
 

Category