সৌরভ ভট্টাচার্য
25 June 2019
ভ্রান্তি
জমছে। জমছে। জমছে।
ভাঙবে। ভাঙবে। ভাঙবে।
মানব ধর্ম। গাছের মত।
কুড়ুল বানাও মৃত কাঠে।
জীবন্ত গাছ। তিনটি শেকড়।
ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি ভ্রান্তি
জমছে। জমছে। জমছে।
ভাঙবে। ভাঙবে। ভাঙবে।
মানব ধর্ম। গাছের মত।
কুড়ুল বানাও মৃত কাঠে।
জীবন্ত গাছ। তিনটি শেকড়।
প্রেম। সংহতি। শান্তি।