Skip to main content

বুদ্ধিজীবী তো সেও
   যে জানে কোন জুতোতে কোন সেলাই হয় না

বুদ্ধিজীবী তো সেও
  যে পোকা দেখলেই কোন ফসলের শত্রু ওটা চিনতে পারে

বুদ্ধিজীবী তো সেও
  যে জানে কোন কাপড়ে কোন সাবান কাপড় নষ্ট করে

বুদ্ধিজীবী তো সেও
  যে জানে, সকালবেলা চারটে বাড়ি কি করে সামলে 
  নিজের বাড়ির মানুষের মুখে গরম ভাত তুলতে হয়

বুদ্ধিজীবী তো সেও
  যে জোয়ার ভাঁটায় লঞ্চের গতি নির্ধারণ করে ওপারে নিয়ে যায়

বুদ্ধিজীবী তো সেও
  যে ইলেকট্রিক চুল্লীর ভিতরে নেমে ছাই ঘেঁটে নাভিকুণ্ড কুড়াতে জানে

এরকম শত সহস্র বুদ্ধিজীবীর অস্তিত্বেই তো আমার অস্তিত্ব
   তবে আলাদা করে শ্রমজীবী কে, কারা?

যাদের ঘামের স্রোতে অবসাদের শ্যাওলা জমেনা তারা?
   না যাদের সোজা মাথার টাটকা ঘিলুর স্বাদ পেয়েছে উড়ন্ত শকুনের দল
        যারা ফেন্সিং করা রাস্তা না পেলে খাদে পড়ে তারা?

   এই বিভাজনটা টানল কে, 
       বুদ্ধিজীবী না শ্রমজীবীর দল?

Category