Skip to main content
 
 
       এদিকে হল কি, সে ভ্যান ভর্তি করে করে তার বনসাইগুলো নিয়ে গেল আমাজনের জঙ্গলে। শুনেছে ওর চাইতে বড় জঙ্গল নাকি নাই। কিন্তু মুখ ভার করে ফিরে এলো। এসে বলল, "কি বিশ্রী জায়গা গো দিদি, ও নাকি গাছ? এই বড় বড় থাম্বা থাম্বা ঢ্যাঙা ঢ্যাঙা গুঁড়ি, তাও মাটিতে বসানো, টব নেই, তাদের বাড়বৃদ্ধির কোনো পরিচর্যা নেই, বেড়েছে তো বেড়েছেই... ম্যাগো মা... ওই নাকি জঙ্গল? ওই নাকি গাছ?!! ফিরে এলুম। ভেবেছিলুম এত কথা শুনি আমাজনের, তা আমার এই বনসাইগুলো দিয়ে আসি। কিন্তু ওরা এর মর্যাদা বুঝবে? এমন রং করা টব, এমন সুসজ্জতি ছাঁটা ডাল, পাতা। সার প্রয়োগে পুষ্ট মোটা মোটা ডাল। আসলে দিদি সংস্কৃতিটাই ওরা বুঝবে না। তাই না? নিয়ে এলুম তাই সব ফিরিয়ে।"
       সবাই বলল, বেশ বেশ। আমরাও তাই ওদিকে যাই না। যা কেবল বেড়েই চলে, যা কোনো কাজে লাগে না, এমন কাজ আমরা করিও না। ওতে কেবল সময়ের অপচয়। যাতে অর্থ হয় না দিদি, শংসাপত্র পাওয়া যায় না, সে কাজ আবার কাজ! ছ্যা!!