খানিক আগে একটা লাইভ ভিডিও শেয়ার করেছি। (নিম্নোক্ত বইটার উদ্বোধন করতে দলাই লামা ভারতে এসেছিলেন, তার) যারা এখন দেখেননি অনুগ্রহ করে পরে কোনোভাবে সুযোগ হলে দেখে নেবেন। দলাই লামা হাতজোড় করে অনুরোধ করছেন ভারতকে তার প্রাচীন জ্ঞানে ফেরার জন্য। এ কথা নতুন নয়। ভারতীয় নবজাগরণের সূত্রপাতই হয়েছিল রামমোহনের উপনিষদ অনুধ্যান দিয়ে। নতুন ব্যাখ্যা আর আলোতে। সেই সূত্রে পরে রবীন্দ্রনাথ, গান্ধী, বিবেকানন্দ ও অরবিন্দ। কেউই ভারতের মাটিতে বিদেশি মাটির প্রলেপ লাগাননি। ভারতের মাটিতেই ভারতের প্রাচীন প্রজ্ঞার আলোতে প্রদীপ জ্বালিয়েছেন।
আমার বন্ধুদের সাথে বারবার আলোচনা হয়, বুদ্ধ বলতে যেমন লুম্বীনি বুঝি না, খ্রীষ্ট বলতে ভ্যাটিকান বুঝি না, চৈতন্য বলতে গৌড়ীয় মঠ বা ইস্কন বুঝি না, তেমনই রামকৃষ্ণ বলতে বেলুড় মঠ বুঝব কেন?
রামকৃষ্ণ আর রমণ মহর্ষি আধুনিক ভারতের দুজন ঘটনা। বিস্ময়কর চরিত্র। অরুণ বাবু এই দুই প্রজ্ঞালোকিত আলোকস্তম্ভের মননের ধ্যানের মধু মন্থন করে এনেছেন আমাদের সামনে। বইটা এখনও হাতে পাইনি, তবে বিভিন্ন বক্তারা বইটার যে সকল উদ্ধৃতি, তথা আলোকপাত করলেন তাতে মনে হল সুর সঠিক মাত্রায় লেগেছে।
কথামৃতকার রামকৃষ্ণ দেবকে বলেছিলেন, আপনাকে যে যত বুঝবে সে তত উন্নত হবে। 'রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ' আর 'কথামৃত' আর 'Talks with Raman Maharshi' এই যুগের তাই অবশ্য পাঠ্য গ্রন্থ বলে আমার অন্তত মনে হয়। রমণের বইটার পিডিএফ ইন্টারনেটে সহজলভ্য।
ব্যক্তিগতভাবে জীবনের বহু ঝড় অতিক্রম করেছি আর করে চলেছি কোনো অতীন্দ্রিয় অলৌকিকতায় নয়, রামকৃষ্ণ নামধারী এই বিস্ময়কর মানুষটার পায়ে নিজের সমস্তটুকু বিসর্জন দেওয়ার চেষ্টা করে, ওর আলোতে কিঞ্চিৎ আলোকিত হয়ে। ওনারই ভাষায়, একপাত্র মদে যদি আমার হয়ে যায়, দোকানে কত মদ আছে তা জানার কি দরকার!
এদের নিয়ে আরো ভাবা হোক লেখা হোক, রাজীব মালহোত্রার পেঙ্গুইন থেকে বেরোনো Thakur, কিম্বা রিচার্ড স্কিফম্যানের The prophet of new age, রোমা রোঁলার The life of Shri Ramakrishna, ইত্যাদি আরো আরো লেখা আসুক। প্রাণটা অমৃতে ভরুক, জ্ঞানে-প্রেমে-অভয়ে।
[ভিডিও লিঙ্কঃ https://www.facebook.com/DalaiLama/videos/10154659494537616/ ]
বইয়ের পিডিএফ লিঙ্কঃ
১। Talks With Sri Ramana Maharshi
২। শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত
৩। শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ