Skip to main content
ঠিক তেমন

যেয়ো

আটকাবো না

তবে জেনো ফিরে তোমায় আসতে হবে

      আসতেই হবে

সব শব্দরা যেমন ফিরে আসে নীরবতায়

       ঠিক তেমন

[ছবিঃ অনিকেত ঘোষ]