Skip to main content
 
ঠাট্টা করছি না, 
   মাঝে মাঝেই মনে হয়
আমি যেন সত্যিই বেঁচে আছি
 
হাত-পা-বুকের পাঁজর টানটান করে
      মাটি আঁকড়েই তো থাকছি
 
মাথার উপর একটা পাগল মাছি
   ভনভন করতে করতে বসতে চাইছে
              তাকেও উড়িয়ে উড়িয়ে রাখছি
 

Category