Skip to main content

ভয় যদি তোমার আগে কথা বলে
থামিয়ে দিও
ভয় যদি তোমার আগে আগে হাঁটে
থামিয়ে দিও
ভয় যদি তোমার বন্ধু-শত্রুর তালিকা ঠিক করে,
জোর গলায় বোলো, মানি না
ভয়ের হাতে কিছু তুলে দিও না
তোমার ধর্ম, তোমার ঈশ্বর, তোমার ভালোবাসা
ভয় সবার চারদিকে কাঁটাঝোপ বুনে দেবে
ভয় সব সময় এক চোখ বন্ধ করে
এক শালিখ দেখে
তাই ওর চোখে তোমার দৃষ্টি রেখো না
ভয়ের হাতে কোনো উপঢৌকন তুলে দিতে নেই
ভয় সন্তোষ কাকে বলে আজও জানে না
ভয়কে কোনোদিন প্রহরী রেখো না
যাদের আসার কথা ছিল
    তারা বিতাড়িত হবে
         ঘর ভর্তি হবে অবাঞ্ছিততে
ভয়কে তাড়াতে যেও না তাই বলে
ভয় জেনে যাবে তুমি ভয় পেয়েছ
ভয়কে রাখো নির্বান্ধব
তার ত্রিসীমানায় শুধু নিজে বলে না
   কাউকেই ঘেঁষতে দিও না

Category