সৌরভ ভট্টাচার্য
12 December 2018
তানপুরাটার শব্দ থেমে গেল
একটা মৌমাছি গুনগুন করতে করতে
তানপুরার খোলের উপর বসল
তখন সব আলো নিভে গেছে
ঝাড়বাতিটা মাকড়সার মত দেওয়ালে ঝুলে
বোবার মত
মেহের আলি এখনই যেন আসবে
"সব ঝুট হ্যায়"!!!!
ঝনঝন করে উঠবে জানলার কাঁচ, ঝাড়বাতির কাঁচ
মৌমাছির গুঞ্জনটাও থামবে কি?