Skip to main content

তানপুরাটার শব্দ থেমে গেল
একটা মৌমাছি গুনগুন করতে করতে
  তানপুরার খোলের উপর বসল 
তখন সব আলো নিভে গেছে 
  ঝাড়বাতিটা মাকড়সার মত দেওয়ালে ঝুলে 
             বোবার মত

মেহের আলি এখনই যেন আসবে
   "সব ঝুট হ্যায়"!!!!

ঝনঝন করে উঠবে জানলার কাঁচ, ঝাড়বাতির কাঁচ 
       মৌমাছির গুঞ্জনটাও থামবে কি?

Category