Skip to main content

na-dakleo

001.jpg

 

আমাকে না ডাকলেও আমি যাই। অনাকাঙ্ক্ষিত হলেও আমি যাই। মান-সম্মানের পরোয়া করি না। আমি যাই। ছুটে যাই। গিয়ে দেখি, তোমাকে। যে তুমি একান্তে ডাকছ, তোমার আরাধ্যকে। আমি তোমার ডাকের মকরন্দ জোগাড় করে আনি। একান্তে বসি। কত ডাকের মকরন্দ এনেছি দেখো। সে সব মিলিয়ে এক করেছি। আমার ডাকে তোমার ডাক মিলে। তোমার ডাকে আমার ডাক। যেখানে সব কিছু এসে মিলেছে সেই সত্যবেদী। সত্যই তিনি। মিলনেই তিনি। দয়াহীন সংসারে তোমার হুঁশই দয়া। ভালোবাসা। মনে রেখো। আমাকে না ডাকলেও আমি যাই।

(আজ শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্মতিথি)