সৌরভ ভট্টাচার্য
2 April 2015
মাঝে মাঝে সব গুলিয়ে যাওয়া ভাল। আবার করে গোছাতে গিয়ে, কিছু জিনিসকে আবার নতুন করে চেনা যায়। যাকে মনের নীচের তাকে রেখেছিলাম তুচ্ছ করে, তাকেই হঠাৎ করে ড্রয়ারে তালা দিয়ে সুরক্ষিত রাখতে ইচ্ছা করে। মনে হয়, এতো মূল্যবান জিনিসটা চোখ এড়িয়ে গিয়েছিল কি করে!
দেখেছি, খুব দাম্ভিক লোক, হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। যমে মানুষে টানাটানি চলল। কোনোক্রমে বেঁচে ফিরলেন। তারপর কেমন করে তাঁর চাহনি গেল পাল্টে, কথা বলার সুর হল নরম। বুঝলাম উনি নতুন করে গোছাচ্ছেন আবার। কিছু নীচের তাকের জিনিস উপরের তাকে রাখছেন, আবার কিছু ওপরের তাকের জিনিস নীচের তাকে না, হয়তো বা আস্তাকুঁড়ে ফেলছেন। হাল্কা লাগছে তাঁর। সুস্থ লাগছে আরো বেশি, হয়তো বা।