সৌরভ ভট্টাচার্য
4 December 2014
কিছু শব্দ কানে এসে পৌঁছাতে পারে না
কিছু রঙ রেটিনা ধরতে পারে না
কিছু ছোঁয়া চামড়া বুঝতে পারে না
কিছু স্বাদ স্বাদকোরকে ধরা পড়ে না
যদি না প্রেমে পড়ে
কিছু কান্না চোখের বাইরে আসে না
কিছু অভাব ঠোঁটের বাইরে আসে না
কিছু রক্তপাত শিরার বাইরে আসে না
কিছু জ্বলনের ধোঁয়া বাইরে আসে না
যখন হৃদয় একলা ফেরে